রবিবার, ৩ মার্চ, ২০১৩

রাশি অনুযায়ী আপনার সঙ্গী

রাশি অনুযায়ী আপনার সঙ্গী :-

 

 মেষ : মেষ জাতক/জাতিকার সঙ্গে আরেক মেষ জাতক/জাতিকার ভালোবাসার সম্পর্ক সহজেই গড়ে ওঠে না। ভালোবাসার জন্য এদের সিংহ ও ধনু জাতককে প্রাধান্য দেওয়া উচিত। মেষ ও সিংহের সমন্বয়ে রসায়ন হয় শুভ। শেষ পর্যন্ত তা গড়াতে পারে বিবাহবন্ধনে।


বৃষ : এ জাতক/জাতিকার জন্য ভালোবাসার মানুষ পাওয়া যাবে কন্যা রাশির জাতক/জাতিকা থেকে। অনেক ক্ষেত্রেই বৃষ নারীর ভালোবাসা সুপ্রসন্ন হতে পারে নিজের রাশির কাউকে বিয়ে করার পর। বৃষ ও কন্যার সমন্বয়ে যে ভালোবাসা প্রস্ফুটিত হয় সেটি অনেকদূর পর্যন্ত যেতে পারে। পাড়ি দিতে পারে অনেক বাধা-বিঘ্ন।

মিথুন : এ জাতক/জাতিকার সঙ্গে তুলা ও সিংহ রাশির কারও সঙ্গে সম্পর্ক গভীর হতে পারে। এ জাতকের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে মেষ জাতিকা। আবার অনেক সময় এ জাতিকার সবচেয়ে ভালো বন্ধু হতে পারে কর্কট জাতকের। মিথুন ও সিংহের সমন্বয়ে ভালোবাসার ঘর হতে পারে দৃঢ়। এদের প্রধান শত্রু হতে পারে কুম্ভ জাতক/জাতিকা।

কর্কট : এ জাতকের ভালো বন্ধু হতে পারে কন্যা রাশির জাতক। জীবনসঙ্গী হিসেবে কন্যা রাশিকে অগ্রাধিকার দিতে পারেন। কন্যা রাশির জাতিকা আপনার জীবনকে অনেকভাবে প্রভাবিত করতে পারে। কন্যা রাশির জাতিকা পাওয়ার জন্য অনেক বাধা-বিঘ্ন পেরুতে হবে। বিশেষ করে সিংহ জাতক/জাতিকা আপনার ভালোবাসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাছাড়া কুম্ভ রাশির সঙ্গেও সম্পর্ক গড়ে তোলা যেতে পারে।



  আর নয় অপেক্ষা ৫ মিনিটে অনলাইন থেকে  Dollar ইনকাম

http://trustedptcsites980.blogspot.com/ 

 
http://sk-bd2bd.blogspot.com/

 
http://3gpsexvideodownload-2013.blogspot.com/


 


সিংহ : মেষ রাশির যে কারও সঙ্গে বন্ধুত্ব গড়া যেতে পারে। সিংহ জাতিকার সবচেয়ে ভালো বন্ধু পাওয়া যাবে মিথুন ও ধনু রাশিতে। বিশেষ করে কন্যা রাশির জাতক/জাতিকাদের এড়িয়ে যাওয়া ভালো। কন্যা রাশির সঙ্গে দাম্পত্য শুরু করলেও ভবিষ্যৎ নিয়ে থাকতে হবে অনিশ্চিত। বাধা আসবে পারিবারিকভাবে।

কন্যা : এ জাতকের আদর্শ বন্ধু ও জীবনসঙ্গী হতে পারে কর্কট জাতক থেকে। এছাড়া মকরের সঙ্গেও সুসম্পর্ক গড়ে উঠতে পারে। এ জাতকের সবচেয়ে বড় শত্রু হবে সিংহ জাতক বা জাতিকা থেকে। কর্কট জাতকের সঙ্গে ভালোবাসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে সিংহ জাতক/জাতিকা।

তুলা : এ জাতকের জন্য ভালো বন্ধু হতে পারে মিথুন জাতিকার কেউ। এছাড়া নিজ রাশির সঙ্গেও ভালো বনিবনা হতে পারে। তবে বৃশ্চিকের সঙ্গে ভালোবাসর সম্পর্ক গড়া ঠিক হবে না। কারণ তুলা ও বৃশ্চিকের সমন্বয়ের ভালোবাসার ঘর হবে ক্ষণস্থায়ী। মুখোমুখি হতে হবে অনেক সমস্যার।

বৃশ্চিক : এ জাতকের সঙ্গে ধনু, মকর ও মীন জাতকের সম্পর্ক হতে পারে। নিজ রাশির জাতক-জাতিকার সঙ্গে সম্পর্ক হলে তা ক্ষণস্থায়ী হতে পারে। বিয়ের ক্ষেত্রে কর্কট জাতক/জাতিকাকে এড়িয়ে যেতে হবে। কারণ কর্কট ও বৃশ্চিকের সমন্বয়ে দাম্পত্য বেশিদিন স্থায়ী হয় না। বিশেষ করে পারিবারিক কলহ লেগেই থাকবে।

ধনু : এ জাতক বা জাতিকার সঙ্গে মেষ ও মকরের ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। ধনু জাতক বা জাতিকাকে এড়িয়ে চলুন। পাশাপাশি বৃশ্চিক, মকর ও মীন রাশির কাউকে প্রধান্য দেওয়া যেতে পারে। এ জাতকের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে মেষ রাশির জাতকের সঙ্গে। মেষ ও ধনুর সমন্বয়ে ভালোবাসার সম্পর্ক এগিয়ে যায় অনেকদূর।

  আর নয় অপেক্ষা ৫ মিনিটে অনলাইন থেকে  Dollar ইনকাম

http://trustedptcsites980.blogspot.com/ 

 
http://sk-bd2bd.blogspot.com/

 
http://3gpsexvideodownload-2013.blogspot.com/

 
 

মকর : এ জাতকের সঙ্গে নিজ জাতকের বন্ধুত্ব স্থায়ী হয় না। কন্যা, ধনু ও মীন জাতকের মধ্যে থেকে বন্ধু খুঁজে নেওয়া ভালো। কোনো কোনো ক্ষেত্রে তুলা রাশির সঙ্গেও সম্পর্ক করা যেতে পারে। কারণ তুলা ও মকরের সমন্বয়ে প্রেমিক-প্রেমিকার বৃহস্পতি থাকে তুঙ্গে। এমনকি কুম্ভ রাশির সঙ্গে সম্পর্ক গড়া যেতে পারে।

কুম্ভ : এ জাতকের জন্য সবচেয়ে ভালো বন্ধু পাওয়া যাবে মকর রাশির জাতক/জাতিকা থেকে। কুম্ভ ও মকরের সমন্বয়ে দাম্পত্য এগিয়ে যায় অনেকদূর। পাড়ি দিতে পারে অনেক বাধা-বিপত্তি। এদের বৃহস্পতি থাকে তুঙ্গে। প্রেম করতে পারে চুটিয়ে। মাঝে মাঝে মিথুন জাতক/জাতিকার জন্য জীবন হতে পারে বিষাদময়।

মীন : এ জাতকের সবচেয়ে ভালো বন্ধু হতে পারে বৃশ্চিক রাশির। মীন ও বৃশ্চিকের সমন্বয়ে শনির দশা কেটে যেতে পারে। এগিয়ে যাওয়া যায় সমৃদ্ধির সঙ্গে। পাশাপাশি মকরের সঙ্গে সম্পর্ক করা যেতে পারে। নিজ রাশির কারও সঙ্গেও সুসম্পর্ক হতে পারে।

২০১৩, বছরটা কেমন যাবে?

২০১৩, বছরটা কেমন যাবে?

******************************

 

ব্যক্তিগত রাশি অনুসারে ‘ফল’ কতটা মিলবে তা দিয়েই শুরু করা যাক। এখানে যে ফলাফল লেখা হল তা একেবারেই অনুমান ভিত্তিক। বিষয়টা একটু খোলসা করে বলা যাক। রাশি এক হলেও নক্ষত্র ভেদে এক এক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবনপ্রবাহ এক একরকম হয়ে থাকে; এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক। অত্যন্ত সূক্ষ্ম বিচার করে ফলাফল লেখা সম্ভব হয় না। প্রত্যেকটা রাশির কোনও একটা নক্ষত্রকে ধরে নিয়ে গড়ে একটা অনুমান ভিত্তিক শুভাশুভ ফল লেখা হয়। ফলে কারও ফল মেলে দারুণভাবে, কারও কিছু কিছু, কারও বা একেবারেই নয়। যাইহোক, এখন দেখা যাক বছরটা কেমন যাবে।

মেষ : পায়ে আঘাত লাগা সম্পর্কে সাবধানতা প্রয়োজন। মানসিক চাপ একটা থাকবে তবে কর্ম ও আর্থিক ক্ষেত্র থাকবে অনুকূলে। স্বাস্থ্যটা মাঝেমধ্যেই বিব্রত করবে। ব্যয় চাপটাও থাকবে। ভ্রমণ পরিকল্পনায় বাধা পড়তে পারে। আত্মীয় ও বন্ধু-স্থান মধ্যম। ধর্মাকর্ষণ বাড়বে। সন্তানদের পক্ষে সময়টা শুভ। বাড়িতে কোনও শুভ কাজ ও অতিথি সমাগম হবে একাধিকবার। অপ্রত্যাশিত কিছু অর্থাগমে খুশিই হবেন। দাম্পত্যকলহ মাঝেমধ্যে মনকে বড্ড বিব্রত করবে। শিল্পী ও সাহিত্যিকদের সময়টা শুভসূচক। ব্যবসায়ীদের ক্ষেত্রে মধ্যম। প্রেম প্রীতির ক্ষেত্রে সময়টা কাটবে মানসিক অস্বস্তির মধ্যে দিয়ে।
শুধু সাদা আর হলুদ পোশাকই সারা বছর মাতিয়ে তুলতে পারে দেহমন কর্ম ও পরিচিত মহলে। আর্থিক ও সুনাম বৃদ্ধিতেও ওই রঙ দুটি শুভসূচক। মাথায় পঞ্চনাগবিশিষ্ট নারায়ণের ফটোতে প্রতিদিন স্নানের পর একটা বোঁটা সমেত তুলসী দিয়ে তিনবার স্পর্শ প্রণাম এবং আরতি করলে সাংসারিক ও প্রতিষ্ঠা ক্ষেত্রে বাধা অস্বস্তি ও অশান্তির হাত থেকে অনেকটাই রেহাই পাবেন।

বৃষ : এই রাশির জাতক-জাতিকাদের সার্বিক সময়টা কাটবে বড্ড অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে। কর্ম ও আর্থিক বিষয়ে মানসিক উদ্বেগ একটা থাকবে। উটকো ঝামেলা আর অপ্রত্যাশিত ব্যয়ে বিব্রত হতে পারেন। পারিবারিক জীবনে অশান্তির মাত্রা বাড়বে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় বেশ বাধা থাকবে। শারীরিক স্বস্তিরও অভাব থাকবে। কোনও ঝুঁকির কাজে না যাওয়াই সমীচীন। বিশ্বাসটা না করলেই ভালো। বিচ্ছেদের মাত্রাটা বাড়বে অতিমাত্রায়।
পোশাকের মধ্যে আকাশি, সাদা আর হলুদই শুভ হবে। যতটা সম্ভব ওই রঙগুলি ব্যবহার করুন। কর্ম ও আর্থিক স্বস্তি আসবে। দেহমনের অস্বস্তি ও অস্থিরতা কমবে। সম্ভব হলে প্রতি শনিবার যেকোনো প্রতিষ্ঠিত নবগ্রহ অথবা শনি মন্দিরে সাদা বাতাসা আর সাদা ফুলের মালা দিয়ে পুজো দিলে দুর্ভোগ অনেক কমবে। কালীঘাটের কালীর ফটোতে স্নানের পর আরতি করলেও অনেক সুফল পাবেন।

মিথুন : বিগত আড়াই বছর শনি ও দেড় বছর ধরে রাহুর একটা অস্বস্তিকর প্রভাব কাটল মিথুনের ওপর থেকে। এখন থেকে ধীরে ধীরে সার্বিক অবস্থার অনেকটাই স্বস্তি আসবে। পারিবারিক অস্বস্তি খানিকটা কাটিয়ে উঠবেন। স্বজনদের সঙ্গে মতের অনৈক্যের অবসান হবে ধীরে ধীরে। কর্মক্ষেত্রের পরিবেশ অনেকটা স্বস্তি দেবে। শারীরিক অবস্থার উন্নতি হবে। কর্ম ও অর্থভাগ্যের শুভসূচক সময়। কর্ম প্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা। কোথাও না কোথাও ভ্রমণে যাবেন। এবছর কয়েকটি সংবাদে আনন্দিত হবেন। শত্রুকে জয় করবেন। পুরনো কোনও সমস্যার সমাধানের যোগ। সাহিত্যিক ও শিল্পীদের ক্ষেত্রে শুভ সময়। প্রণয়ক্ষেত্রে প্রীতি ও আন্তরিকতা বৃদ্ধি পাবে।
হালকা নীল, হালকা আকাশি, হালকা সবুজ, সাদা, হালকা হলুদ পোশাক বেশি করে ব্যবহার করলে মানসিক প্রফুল্লতা বাড়বে। শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে। অনেক বাধার হাত থেকে মুক্ত হবেন। সম্ভব হলে কালীঘাটের কালীর ছবিতে প্রতিদিন স্নানের পর দুটো ধূপ কাঠি জ্বেলে আরতি করলে সার্বিক দুর্ভোগ কাটবে, কল্যাণও হবে। কালো খয়েরি পোশাক না পরলেই ভালো।

কর্কট : শারীরিক ও মানসিক চাপ একটা বছরভর থাকবে তবে তা সত্ত্বেও কর্ম ও আর্থিক ক্ষেত্রে আগের তুলনায় অনেকটাই সুপ্রসন্ন হয়ে উঠবে। দূরপাল্লায় কোথাও বেড়াতে যেতে পারেন। পারিবারিক জীবনে মতবিরোধ মাঝেমধ্যেই শান্তি বিব্রত করবে। আত্মীয় ও বন্ধু-ক্ষেত্র মধ্যম। গৃহে মাঙ্গলিক কোনও অনুষ্ঠান আনন্দ দেবে। শত্রুতা করে কেউ ক্ষতিসাধনে সমর্থ হবে না। গবেষণামূলক কাজে সাফল্যসূচক সময়। লেখকদের বইয়ের কাটতি বাড়বে। শিল্পীদের পক্ষে সময়টা বেশ সহায়ক হয়ে উঠবে। প্রেমপ্রীতিতে মতবিরোধজনিত অশান্তি এমনকি বিচ্ছেদ ব্যথায় কষ্ট পেতে পারেন। ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে।
সারাটা বছর যতটা সম্ভব হলুদ, হালকা হলুদ, হালকা লাল, হালকা গোলাপি, সাদা পোশাক ব্যবহার করলে দেহমনের অনেক স্বস্তি আসবে। প্রয়োজনীয় কাজে সফলতার মাত্রা বাড়বে। কালো, খয়েরি, নীল, সবুজ পোশাক এড়িয়ে চললেই ভালো। প্রতিদিন কামাখ্যা মায়ের ফটোতে দুটো ধূপ কাঠি দিয়ে আরতি করলে হওয়া কাজে বাধার হাত থেকে অনেকটাই রেহাই হবে।

সিংহ : কর্ম প্রার্থীদের কর্মলাভের ক্ষেত্রে সময়টা শুভ। পেশা বা ব্যবসায় নিযুক্তদের এবছর আয়ের মাত্রা বাড়বে ধীরে ধীরে। কোনও পরিকল্পনা থাকলে সে কাজে নামতে পারেন। সন্তানদের শিক্ষাক্ষেত্র শুভসূচক। আত্মীয়প্রীতিতে বাধা। কাছাকাছি কোথাও প্রমোদ ভ্রমণ যোগ। অনেকের গুরু লাভের সম্ভাবনা। ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে। সারা বছর দাঁত অথবা পেটটা বিব্রত করতে পারে। সাহিত্যিক শিল্পীদের আর্থিক উন্নতি ও যশ বৃদ্ধি পাবে। বিবাহযোগ্যদের বিবাহ যোগাযোগের পক্ষে অনুকূল সময়। গৃহে একাধিকবার শুভ কর্মানুষ্ঠান যোগ। শত্রু-ভয় নেই। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে সময়টা প্রায়ই মনোমালিন্যের সৃষ্টি করবে।
পোশাকের রঙগুলির মধ্যে সবুজ, খয়েরি, কালো যতটা সম্ভব এড়িয়ে চলুন। হালকা লাল, হালকা আকাশি, হালকা হলুদ দেহমন কর্ম আর্থিক ও সংসার জীবনের স্বাচ্ছন্দ্যের পক্ষে শুভসূচক। সম্ভব হলে প্রতিদিন দুর্গার ফটোতে একটু আরতি করলে সার্বিক স্বস্তি আসবে। হনুমানজির একটা লকেট (বাঁহাতে পাহাড় ও ডানহাতে গদা) লাল কার দিয়ে গলায় ধারণ করতে পারেন।


 আর নয় অপেক্ষা ৫ মিনিটে অনলাইন থেকে ৳ ইনকাম

http://trustedptcsites980.blogspot.com/



কন্যা : কর্মজীবন ও অর্থভাগ্যের যথেষ্ট উন্নতি হবে। কর্মজীবনে সম্মান ও যশ বাড়বে। একাধিকবার কোথাও না কোথাও ভ্রমণ হবে। শত্রুতা করে কেউই ক্ষতিসাধনে সমর্থ হবে না। পুরানো কোনও সমস্যা থাকলে তা সমাধানের পথ ধরবে। স্বাস্থ্য ভালোই থাকবে। সন্তানদের পক্ষে সার্বিক শুভসূচক। ধর্মের প্রতি আকর্ষণ বাড়বে। আত্মীয়দের সুনজরে পড়বেন। কোনও পরিকল্পনা থাকলে, যেমন ব্যবসা বাড়ানো, নতুন কর্মে আত্মনিয়োগ, জমি কিংবা বাড়ি কেনা, শারীরিক সুস্থতার জন্য চিকিৎসক পরিবর্তন, গৃহ সংস্কার ইত্যাদি বিষয়গুলিতে অগ্রসর হতে পারেন। সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবীদের সম্মান ও আর্থিক বৃদ্ধি হবে। ব্যবসায় ও পেশায় নিযুক্তদের পক্ষেও সময়টা সার্বিক শুভসূচক। প্রেমপ্রীতিতে প্রীতি ও আনন্দ বাড়বে।
পোশাকের মধ্যে কালো, সবুজ ও খয়েরি বাদ দিলে ভালো হয়। এছাড়া অন্য সব রঙের পোশাক পরতে পারেন। যতটা হয় হালকা। মিষ্টি আকাশি, সাদা, হালকা বা ঘন হলুদ শুভ। কালীঘাটের কালী অথবা হনুমানজির নিত্য আরতিতে দুর্ভোগ কাটবে।

তুলা : কর্মক্ষেত্রে কাজের চাপে মানসিক স্বস্তি নষ্ট হবে। কমবেশি আর্থিক উন্নতি, দূরপাল্লায় ভ্রমণ হবে। নতুন কোনও সুযোগ উৎসাহিত করতে পারে। নিজ কিংবা কোনও আত্মীয়ের গৃহে একাধিকবার শুভ কর্মানুষ্ঠান হবে। সন্তানদের শিক্ষার পক্ষে এসময়টা শুভসূচক। স্বাস্থ্য মাঝেমধ্যে বড্ড বিগড়াবে। সাহিত্যিক ও শিল্পীদের বাজারটা কাটবে খানিকটা মন্দায়। ব্যবসায়ীদের বছরটা কাটবে কখনও একটু ভালো আবার কখনও বেশ অস্বস্তির মধ্যে দিয়ে। প্রণয়ক্ষেত্রে সারাটা বছরের অধিকাংশ সময়টা কাটবে মতবিরোধ ও মনোমালিন্যের মধ্যে দিয়ে।
যতটা সম্ভব সাদা, সবুজ আর হালকা আকাশি পোশাক ব্যবহার করতে পারেন। এই রঙের পোশাক দেহ মন কর্ম ও পারিবারিক জীবনে অনেক স্বস্তি আনবে। আগের কোনও সমস্যা থাকলে সেগুলির নিষ্পত্তিতে উক্ত রঙগুলি শুভপ্রদ। সম্ভব হলে মহালক্ষ্মীর ফটোতে (চার হাতের মধ্যে দুহাতে পদ্ম আর একহাতে টাকা ঝরছে) প্রতিদিন স্নানের পর আরতি ও স্পর্শ প্রণামে সার্বিক শুভ হবে।

বৃশ্চিক : বিগত আড়াই বছর শনির অবস্থান দেহমন ও প্রতিষ্ঠা জীবনকে অধিকাংশ সময়ই বিব্রত করে রেখেছিল, এখন সেই অবস্থার ক্রমোত্তর অবসান হবে। দেহ ও মনের অস্বস্তি কাটবে। কর্মক্ষেত্রের পরিবেশ হয়ে উঠবে প্রসন্ন। অর্থভাগ্যেরও উন্নতিমূলক পরিবর্তন হবে। কোনও আশাপ্রদ যোগাযোগ হতে পারে। এবছর বেশ কয়েকবার বিভিন্ন শুভ ও মাঙ্গলিক কর্মানুষ্ঠানে যোগ দিতে হবে। দাম্পত্য কলহ কমবে। শিল্পী ও সাহিত্যিকদের সৃষ্টিমূলক কর্মের পক্ষে শুভ সময়। ব্যবসায়ীদের হতাশার অবসান হবে খানিকটা। কোনও ঝুঁকিপূর্ণ কাজের পক্ষে সময়টা অংশত শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্রে প্রীতি ও আন্তরিকতার মাত্রা বাড়বে।
পোশাকপরিচ্ছদের মধ্যে লাভ গোলাপি ও হলুদের ব্যবহারটা বেশি করে করুন। এতে প্রতিষ্ঠাক্ষেত্রের বাধা কাটবে। আর্থিক উন্নতি ও সম্মান ক্ষেত্র প্রসারিত হবে। কালো, সবুজ, নীল, আকাশি ও খয়েরি রঙের পোশাক এড়িয়ে চলাই ভালো। বাঁ হাতে দড়ির ফাঁস, পদ্ম ও লাড্ডু আছে এমন গণেশের ফটোতে প্রতিদিন স্নানের পর আরতি করলে শুভ কাজের বাধা কাটবে তাড়াতাড়ি।

ধনু : কর্মজীবন বিষয়ক উদ্বেগ অনেক কমবে। দেহমনের স্বস্তি বাড়বে। কোনও শুভ যোগাযোগ উৎসাহিত করবে। কোথাও বেড়াতে যেতে পারেন। আত্মীয় ও নিজগৃহে একাধিকবার শুভ কর্মানুষ্ঠান হবে। বিদ্যার্থীদের অস্থিরতা অনেক কমবে। পুরানো কোনও সমস্যার জট খুলে সমাধান সম্ভাবনা। কোনও ঘনিষ্ঠজনের সঙ্গে প্রীতির সম্পর্ক নষ্ট হতে পারে। ধর্মানুরাগ বাড়বে। শত্রুদ্বারা ক্ষতির ভয় নেই। সাহিত্যিক ও শিল্পীদের পক্ষে সময়টা শুভ হয়ে উঠবে। স্বাধীন কর্মে যারা আছেন তাদের উটকো ঝামেলা কমে আয় বাড়বে। প্রেমপ্রীতির ক্ষেত্র এখন সুপ্রসন্ন। অপ্রত্যাশিত কিছু অর্থলাভ হতে পারে। সম্মানক্ষেত্র প্রসারিত হবে।
সারাবছর যতটা সম্ভব সাদা ও হালকা হলুদ পোশাক ব্যবহার করলে সাংসারিক কর্ম ও আয়ের ক্ষেত্র অনেক স্বস্তি দেবে। মানসিক উৎফুল্লতাও বাড়বে। শুভ কাজের বাধাও অনেক কমবে। হালকা আকাশিও চলবে। কালো, সবুজ, খয়েরি, লাল, গোলাপি এড়িয়ে চলাই শুভ। আশীর্বাদীমুদ্রা যুক্ত শিবের ফটোতে প্রতিদিন স্নানের পর আরতি করলে সার্বিক দুর্ভোগ কেটে কল্যাণ হবে।

মকর : কর্মজীবনে মনের স্বস্তিটা থাকবে না। দেহের অস্বস্তি আর মানসিক চাপ একটা থেকে যাবে। নানান অস্বস্তি সত্ত্বেও অপ্রত্যাশিত কোনও যোগাযোগ ও অর্থাগম উৎসাহিত করতে পারে। একাধিকবার দূরপাল্লায় যেতে পারেন। কোমর ও ঘাড়ের যন্ত্রণায় কষ্টের যোগ। বিবাহযোগ্যদের বিবাহের যোগাযোগ বাড়বে। গড়ে সময়টা চলবে কখনও ভালো, কখনও মন্দ, এই চালে। এই রাশির শিল্পী ও সাহিত্যিকদের বাজার কিছুটা মন্দায় চলবে। ব্যবসায়ীদের বাজারও তেমন জমবে না। বিদ্যার্থীদের মানসিক অস্থিরতা বাড়বে, পরিশ্রমানুসারে আশানুরূপ ফললাভে বাধা জন্মাবে। তাই প্রথম থেকে আরও যত্নের সঙ্গে শিক্ষা চালানো কর্তব্য।
পোশাকের মধ্যে গাঢ় অথবা হালকা সবুজ, হালকা আকাশি, সাদা পোশাকের ব্যবহার বাড়িয়ে দিলে দেহমন কর্ম ও সাংসারিক জীবনের অনেক স্বস্তি আসবে। বিদ্যার্থীদের অস্থিরতা কাটবে। শিল্পীদের প্রসার বাড়বে। সম্ভব হলে মহালক্ষ্মীর ফটোতে (কন্যা রাশিতে দেখুন) প্রতিদিন স্নানের পর আরতি ও স্পর্শ প্রণামে দেহমন ও অন্যান্য সার্বিক কল্যাণ হবে।

কুম্ভ : এবছর কর্ম ও অর্থভাগ্যের কমবেশি উন্নতি হবে। পারিবারিক অশান্তি মাঝেমধ্যে বিব্রত করবে। সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক উদ্বেগ একটা থাকবে। কুটুম্ব ও আত্মীয় বৃদ্ধির যোগ। শত্রু থাকবে তবে ক্ষতির ভয় নেই। দূর ভ্রমণের যোগ রয়েছে। বাড়িতে মাঙ্গলিক কর্মানুষ্ঠান হবে। ব্যক্তিগত স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। সাহিত্যিক ও শিল্পীদের পক্ষে শুভ সময়। ব্যবসায়ীদের সময়টা না খুব মিঠে, না খুব কড়া। পেশায় নিযুক্তদের আয় বাড়বে। কর্ম প্রার্থীদের কর্মলাভের পক্ষে অনুকূল সময়। প্রেমপ্রীতিতে আনন্দবর্ধক সময়। বিদ্যার্থীদের পরীক্ষার ফলাফল শুভই হবে।
যতটা সম্ভব হালকা আকাশি, সাদা, হালকা গোলাপি, হালকা হলুদ পোশাক ব্যবহার করলে বাধা কাটবে। চলার পথ সুগম হবে। মানসিক প্রসন্নতা আসবে। সবুজ, কালো, খয়েরি, গাঢ় রঙের যেকোনো পোশাক না পরাই ভালো। ষাঁড়ের পিঠে বসা শিব-দুর্গার ফটোতে প্রতিদিন স্নানের পর সুগন্ধি ধূপে আরতি করলে সার্বিক দুর্ভোগ কাটবে।

মীন : মীন রাশির ক্ষেত্রে বছরটা কাটবে অনেক স্বস্তিতে। কর্মক্ষেত্রের বাধা অস্বস্তি অনেকাংশে কমবে। আর্থিক উন্নতিও হবে খানিকটা। মানসিক উদ্বেগের অবসান ঘটবে বহুলাংশে। নিজ কিংবা কোনও নিকট আত্মীয়ের গৃহে কোনও শুভ কর্মানুষ্ঠান হবে। শত্রুকে জয় করবেন। শরীরটা মাঝেমধ্যে বিব্রত করবে, তবে তেমন উদ্বেগজনক নয়। অপ্রত্যাশিত কোনও যোগাযোগ বছরটাকে অন্যমাত্রা দিতে পারে। নতুন কোনও পরিকল্পনা থাকলে সেক্ষেত্রে এখন অগ্রসর হওয়াই ভালো। কোথাও না কোথাও বেড়াতে যাবেন। লেখক বা সাহিত্যিকদের পক্ষে সময়টা শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্রে প্রীতি বাড়বে। বিদ্যার্থীদের ক্ষেত্রে বছরটা শুভসূচক।
হালকা আকাশি, হালকা লাল, হালকা গোলাপি পোশাক কাজে উদ্যম বাড়াবে, সফলতা দেবে। মহাবীর হনুমানজির লকেট গলায় ধারণ করলে অনেক বাধা ঝামেলার হাত থেকে রক্ষা পাবেন। নিয়মিতভাবে শনি মঙ্গলবার দেবী দুর্গার পুজো দিলে অনেক দুর্ভোগের হাত থেকে মুক্ত হবেন।


                                                                                                সাদ্দাম হোসেন  

Mobile  +8801670063970  ,,  +8801811150874

                                                          

৫ মিনিটে Dollar ইনকাম

আর নয় অপেক্ষা ৫ মিনিটে অনলাইন থেকে ৳ ইনকাম

http://trustedptcsites980.blogspot.com/



 আর নয় অপেক্ষা ৫ মিনিটে অনলাইন থেকে ৳ ইনকাম

http://trustedptcsites980.blogspot.com/


Mobile   +8801670063970  ,,, +8801811150874